বিজনেসটুডে২৪ডেস্ক: দেব আনন্দ । তার পুরো নাম ধরম দেবদত্ত পিশোরিমাল আনন্দ। একাধারে তিনি ছিলেন তুখোড় নায়ক, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৫০-এর দশক এবং ষাটের দশকে দেব আনন্দ হিন্দিভাষী তরুণীদের নিকট দারুণ জনপ্রিয় ছিলেন। তার অভিনয়ে মুগ্ধ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। তাঁর সময়কার অন্যতম সফল অভিনেতা দেব আনন্দ। তবে বিখ্যাত হলেও, তাঁকে প্রায়ই অদ্ভুত সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। যেমন— একবার এক বিদেশি ভদ্রলোক তাঁকে ট্যাক্সি ড্রাইভার ভেবে ভুল করেছিলেন। তাঁকে নিয়ে যেতে বলেছিলেন যৌনপল্লিতে।
এই ঘটনাটির কথা মুম্বই মিরর-কে জানিয়েছিলেন দেব আনন্দের বন্ধু মোহন চুড়িওয়ালা। তিনি বলেছিলেন, ‘এক বিদেশি ভদ্রলোক একবার দেব আনন্দকে টেক্সি ড্রাইভার ভেবে ভুল করেছিলেন। মুম্বইয়ের রাস্তায় ঘটে ঘটনাটি। ট্যাক্সি ড্রাইভার সেজে শুটিং করছিলেন দেব। তাজ মহল হোটেলের সামনে দাঁড়ায় তাঁর ট্যাক্সি। সেখান থেকে শিলা রামানিকে গাড়িতে তোলার কথা দেবের। হঠাৎ করেই এক বিদেশি গাড়িতে উঠে তাঁকে যৌন পল্লিতে নিয়ে যেতে বলেন। হতচকিত দেব আনন্দ হতাশ হয়ে পড়েন। অনেকক্ষণ ধরে সেই বিদেশিকে বোঝাতে থাকেন ছবির শুটিং চলছে।’ সেই দিন লজ্জা পেয়ে সেই বিদেশি গাড়ি থেকে নেমেও পড়েন।
ছ’দশক ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন দেব আনন্দ। ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকের মতো পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর অভিনীত ছবির তালিকায় আছে ‘বাজ়ি’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘সিআইডি’, ‘গাইড’, ‘জুয়েল থিফ’। তাঁকে শেষবার অভিনয় করতে দেখা যায় ‘চার্জশিট’ ছবিতে। সেই ছবিটির পরিচালকও ছিলেন তিনিই। ২০১১ সালে ৮৮ বছর বয়সে মারা গেছেন দেব আনন্দ।