বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি চট্টগ্রাম।
‘বাংলাদেশে বিনিয়োগ খাতে ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিতকরণ ও দূরীকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. সিরাজুল ইসলাম এ কথা বলেন।
সভায় তিনি ছিলেন প্রধান অতিথি। সিরাজুল ইসলাম উল্লেখ করেন, প্রাকৃতিকভাবে চট্টগ্রামের গুরুত্ব অনেক। দেশী-বিদেশী বিনিয়োগ সম্প্রসারণে সরকার ও বেসরকারি খাত সমন্বয় করে কাজ করে যাচ্ছে, তবে উভয় পক্ষের সংশ্লিষ্টতা আরো বৃদ্ধি করা প্রয়োজন। এক্ষেত্রে বিডার অধীনে গবেষণার মাধ্যমে বিভিন্ন সেক্টর সম্পর্কে ডাটা বেইজ তৈরী করা হবে।
প্রতি বছর শ্রম বাজারে ২৩ লক্ষ মানুষ প্রবেশ করছে উল্লেখ করে এদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরী করার জন্য বিডার পক্ষ থেকে একটি এন্ট্রুপ্রিনিয়র ডেভেলপমেন্ট প্রকল্প নেয়া হয়েছে বলে তিনি অবহিত করেন।
নির্বাহী চেয়ারম্যান ডিজিটাইলেশন’র মাধ্যমে কস্ট অব ডুয়িং বিজনেস ও ইজ অব ডুয়িং বিজনেস কমানো এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান এবং দীর্ঘমেয়াদী নীতিমালা তৈরী করা হবে বলে উল্লেখ করেন।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র যৌথ উদ্যোগে চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আজ এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য ( প্রশাসন ও পরিকল্পনা ) জাফর আলম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এ কে এম মহিউদ্দিন আজাদ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, জাপানের অনারারী কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম, কাস্টমস হাউস’র যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ড, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, বিএসআরএম’র এমডি আমীর আলীহুসেইন, কনফিডেন্স সিমেন্ট’র এমডি জহির উদ্দিন আহমেদ ও শিপিং এজেন্টস এসোসিয়েশন’র পরিচালক মো. আবদুল্লাহ জহির বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে বিডার মহাপরিচালক মোঃ ইয়াসিন ও পরিচালক সুমন চৌধুরী, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লা চৌধুরী, এনডিসি, বিএসটিআই’র পরিচালক মোঃ সেলিম রেজা, ইপিবি’র পরিচালক কংকন চাকমা, চেম্বার পরিচালকবৃন্দ সৈয়দ জামাল আহমেদ, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ জহুরুল আলম, হাসনাত মোঃ আবু ওবাইদা ও তাজমীম মোস্তফা চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক আবদুল আহাদ উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বাংলাদেশে বিনিয়োগ করতে হলে উদ্যোক্তাদের অনেকগুলো লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিশন ইত্যাদি সংগ্রহ করতে হয় যা সময়সাপেক্ষ এবং বেশ কষ্টসাধ্য। তিনি ওয়ান স্টপ সার্ভিস চালু করা, কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেনে উন্নীত করা, রেলপথে পণ্য পরিবহনে আরো বেশী ওয়াগন সরবরাহ করা, বে-টার্মিনাল নির্মাণে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, দেশে এবং বিদেশে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সী চালু করা, উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ব্র্যান্ডিং বাংলাদেশের উপর গুরুত্বারোপ করেন।