Home সারাদেশ দেশের প্রথম ভাসমান মসজিদ

দেশের প্রথম ভাসমান মসজিদ

ভাসমান মসজিদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সাতক্ষীরা: দেশের প্রথম ভাসমান মসজিদ উদ্বোধন হয়েছে আশাশুনি উপজেলার প্রতাপনগরে। হাওলাদার বাড়ি ভাঙ্গন পয়েন্টে নৌকার উপর এই মসজিদ।

মঙ্গলবার (৫ অক্টোবর) জোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটি উদ্বোধন হয়।আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি স্থাপন করা হয়েছে। মসজিদটির নামকরন করা হয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন মসজিদে নুহ (আঃ)। হাওলাদার বাড়ি ভাঙন কবলিত মসজিদের কমিটি দ্বারা ভাসমান এ মসজিদটি পরিচালিত হবে।

৫০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের একটি নৌকার উপর নির্মিত মসজিদে প্রায় ৫০/৫৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। সাথে আছে মিনি অজুখানা, পানির ট্যাংক, টয়লেট, সোলার লাইট, সাউন্ড সিস্টেম, কোরআন শরীফসহ বুক শেলফ ইত্যাদি।

ঢেউয়ের তোড়ে যাতে মসজিদটি দোল না খায় সে জন্য নৌকার দু’ধারে ২৫০ লিটারের ৮টি ড্রাম আছে। এ ছাড়া ভাসমান মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য একটা ছোট নৌকা রয়েছে।