বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:বাংলাদেশেই করোনা টিকা তৈরির চেষ্টা চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন।
শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ গড়পাড়ায় তার বাগান বাড়িতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিমিময় সভায় তিনি কথা জানিয়ে বলেন, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে আমাদের দেশের করোনার পরিস্থিতি অনেকটা ভাল। এছাড়া আমেরিকা, ইউরোপ ও ভারত থেকে টিকা আনার জোর চেষ্টাও চলছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
মন্ত্রী আরো বলেন, আজকে সাড়ে ছয় পারসেন্ট সংক্রমণ হার এটা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। এটা ভালো লক্ষণ। আশা করি সংক্রমণ হার যদি বৃদ্ধি না পায় তাহলে মৃত্যুর হার কমে যাবে। সারা দেশে দেড় হাজার রোগী আছে। আর বেড খালি আছে সাড়ে দশ হাজার। কাজেই এদিকেও আমার ভালো অবস্থানে আছি। আমাদের চিকিৎসা তুলনামূলক ভালো। নর্থ সিটি করপোরেশনে এক হাজার বেডের হাসাপাতাল নির্মাণ করা হয়েছে। এটা মনে রাখতে হবে আমাদের অর্থনীতির চাকা ঘুরছে, কৃষিতে বাম্পার ফলন হয়েছে এটা খুবই ভালো লক্ষণ। আমাদের ভালো অবস্থানকে ধরে রাখতে হলে সকলের সহযোগিতার প্রয়োজন, বেসামালভাবে চললে এটা ধরে রাখতে পারবো না।