বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পি কে হালদারকে দেশে ফেরামাত্রই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার ২১ অক্টোবর দুপুরে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ২৫ অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে পি কে হালদারের। এর আগে, আত্মসাতের টাকা উদ্ধার করে দিতে দেশে ফেরার নিশ্চয়তা চেয়েছিলেন পি কে হালদার। দেশে ফিরে আদালতের হেফাজতে থাকার অনুমতি চেয়ে পি কে হালদারের পক্ষে হাইকোর্টে আবেদন করে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি (আইএলএফএসএল)। সেই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ২১ অক্টোবর বুধবার আদেশের দিন নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫শ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এ সময় গোপনে কানাডায় পাড়ি জমান তিনি। এরপর দীর্ঘদিন সেখানে অবস্থান শেষে পিকে হালদার দেশে ফিরতে চান। সেই আবেদনে বলা হয়, পিকে হালদার দেশে ফেরার জন্য নিরাপত্তা চান। বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করতেই তার এই উদ্যোগ বলে উল্লেখ করা হয় আবেদনে ।