Home চট্টগ্রাম দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আনন্দঘন পরিবেশ ও সুধী মহলের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বন্দরনগরীতে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সুসজ্জিত সুলতান আহমেদ হলে রবিবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি মো. খোরশেদ আলম সুজন এবং সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ও চসিকের মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিকের মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

আরও ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।

দেশ রূপান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবালের সঞ্চালনায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “জাতীয় দৈনিক দেশ রূপান্তর ২ বছরে চট্টগ্রামের পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক। পাশাপাশি দেশ রূপান্তরের কাছে আমার প্রত্যাশা— দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা শহর বন্দরনগরী চট্টগ্রাম। বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নযজ্ঞ চলছেই। এই উন্নয়নের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম। কিন্তু আমি মনে করি, জাতীয় দৈনিকগুলোতে চট্টগ্রামের গুরুত্ব অনুযায়ী সংবাদ প্রকাশ অনেকটা কম হয়। এই বিষয়ে চট্টগ্রামের সকল জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের কাছে আমার অনুরোধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য।”-সংবাদ বিজ্ঞপ্তি