Home কক্সবাজার দেড়লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

দেড়লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ মো. মিজান (২১) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উপজেলার মনখালীতে মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালি এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার সকালে জানান, আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম জানতে পারে কতিপয় মাদক কারবারি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র‌্যাবের টিম সেখানে অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো. মিজান নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

এএসপি শেখ সাদী আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন বলে মিজান স্বীকার করেন।’