Home অন্যান্য দেড় কেজি মাংস, ৪কেজি চিংড়ি খেয়ে নিষিদ্ধ হলেন এক ভোজনরসিক

দেড় কেজি মাংস, ৪কেজি চিংড়ি খেয়ে নিষিদ্ধ হলেন এক ভোজনরসিক

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

রেস্তোরাঁর (Buffet) অফারে বলা হয়েছে, যত পারো খাও। কিন্তু বাস্তবে গল্প অন্য। সেই রেস্তোরাঁতেই ইচ্ছেমতো কবজি ডুবিয়ে খেতে গিয়ে বিপাকে পড়তে হল এক ব্যক্তিকে। রেস্তোরাঁ থেকে তাঁকে নিষিদ্ধ করে দেওয়া হল।

ঘটনাটি ঘটেছে চিনের চাংসা শহরে। সেখানকার এক খাদ্যরসিক মিস্টার কাং। তাঁর কাজই হল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানারকম খাবার খাওয়া আর সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চাংসার হানদাদি সি-ফুড বিবিকিউ রেস্তোরাঁ থেকে তাঁকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ তিনি বেশ কয়েকবার ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন এবং কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করেছেন। কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দিয়েছেন, আর ওই রেস্তোরাঁয় ঢুকতে পারবেন না তিনি।

মিস্টার কাং প্রশ্ন তুলেছেন, বেশি খেতে পারা কি অন্যায়?

ঠিক কতটা খাবার খেয়েছিলেন কাং? জানা গেছে প্রথমবার ওই রেস্তোরাঁয় গিয়ে দেড় কেজি মতো পর্ক বা শুয়োরের মাংস খেয়েছিলেন তিনি। আর তার পরের বার খেয়েছিলেন সাড়ে তিন থেকে চার কেজি মতো চিংড়ি মাছ।

রেস্তোরাঁর মালিক বলেছেন, মিস্টার কাং যখনই আমাদের এখানে আসেন তখনই আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যায়। এমনকি কোনও পানীয় খেতে চাইলেও তিনি ২০-৩০ বোতলের আগে থামেন না।  এই পরিস্থিতিতে শুধু কাংকেই নয়, যাঁরাই লাইভ সম্প্রচার করে খাওয়াদাওয়া নিয়ে কাজ করেন তাঁদের সকলকেই ওই রেস্তোরাঁয় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক।