দৈনিক ভাস্করের ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন সব সংস্থায় ২২০০ কোটি টাকা লেনদেন হয়েছে
বিজনেসটুডে২৪ ডেস্ক
দৈনিক ভাস্করের দফতরে তল্লাশির পর ছ’বছরে ৭০০ কোটি টাকা কর ফাঁকির প্রমাণ মিলেছে বলে দাবি ভারতের আয়কর দফতরের কর্তাদের। শুধু তাই নয় স্টক মার্কেটের নিয়মও এই সংবাদ মাধ্যম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। আয়কর কর্তাদের আরও দাবি, সংস্থার লাভ্যাংশের নথিও লোপাট করা হয়েছে।
বিভিন্ন সংস্থার নামে ভুয়ো আর্থিক খরচ দেখানো হয়েছে বলেও প্রামাণ্য নথি তাঁরা পেয়েছেন বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন ইনকাম ট্যাক্স কর্তারা। দিন তিনেক আগে দেশের বিভিন্ন শহরে দৈনিক ভাস্করের একগুচ্ছ দফতরে হানা দেয় আয়কর দফতর। তা নিয়ে কম রাজনৈতিক চাপানউতোর হয়নি। আয়কর দফতর জানিয়েছে, দৈনিক ভাস্করের এক প্রোমোটারের বাড়ি থেকে ২৬টি বেনামি লকারের নথি উদ্ধার হয়েছে। দৈনিক ভাস্করের ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন সব সংস্থায় ২২০০ কোটি টাকা লেনদেন হয়েছে বলেও দাবি আয়কর বিভাগের। বেশ কিছু সম্পত্তি বিক্রির বিষয় আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইনকাম ট্যাক্স।
দৈনিক ভাস্করের ৩০টি অফিসে আয়কর হানা নিয়ে বিরোধীরা গর্জে উঠেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শশী তারুর সকলেরই বক্তব্য ছিল, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার হওয়ার কারণেই এজেন্সি লেলিয়ে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে।
দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌর বলেছেন, এটা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। যতই চাপ আসুক, আমরা আমাদের সাংবাদিকতার প্রশ্নে কোনও আপস করব না।