স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দুঃখজনক হলেও সত্য যে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আমরা খুবই চিন্তিত।’
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিন কোটি টিকার জন্য অগ্রিম টাকা দিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশে। নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে টিকা রপ্তানি বন্ধ করে দেয় সেরাম।
করোনার ভারতীয় ধরন দেশে এখনো বেশি ছড়ায়নি জানিয়ে এ ধরন যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব রাখেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি এমন সময় এ কথা জানালেন, যখন দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আরও বেশ কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করা হবে।