Home খেলাধুলা দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের হলো না

দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের হলো না

বিজনেসটুডে২৪ প্রতিনিধি:

ঢাকা: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটের বিনিময়ে ২২৩ রানে আটকে রেখে আশার আলো দেখে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে মিলল হতাশা।

দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ৩০০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকে ফেলার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়ন করতে পারেনি টাইগাররা। মধ্যাহ্ন বিরতির আগে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে উইন্ডিজদের মোট সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ৩২৫ রান।

দ্বিতীয় দিনে এ পর্যন্ত বাংলাদেশের সাফল্য বলতে একমাত্র এনক্রুমা বোনারের উইকেটটা। দিনের ১২তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে লেগ স্লিপে ধরার আগে ৯০ রান করেন চট্টগ্রামে অভিষেক টেস্টে ৮৬ রান করা এই ক্যারিবীয়ান ব্যাটসম্যান।

সেঞ্চুরি বঞ্চিত হয়ে আউট হয়ে যাওয়ার আগে জশুয়া দা সিলভার সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন বোনার। দলীয় ২৬৬ রানে বোনার ফেরার পর এক প্রান্ত আগলে রাখার দায়িত্ব নিয়ে নেন জশুয়া। অন্য প্রান্তে গতি বাড়ানোর দায়িত্ব নেন আলজারি জোসেফ। ৫ চার ও ২ ছক্কায়  ৪৮ বলে ৩৪ রানে অপরাজিত রয়েছেন জোসেফ। ক্যারিয়ার সেরা ১৩৬ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন জশুয়া দা সিলভা।