Home Second Lead ধর্মঘট প্রত্যাহার: নৌযান শ্রমিকরা খোরাকি ভাতা পাবেন দেড় হাজার টাকা পর্যন্ত

ধর্মঘট প্রত্যাহার: নৌযান শ্রমিকরা খোরাকি ভাতা পাবেন দেড় হাজার টাকা পর্যন্ত

ছবি: আজিম অনন

 

  • এক হাজার টন পর্যন্ত ধারণ ক্ষমতার জাহাজের শ্রমিকরা মাসিক এক হাজার টাকা করে, ১০০১ টন থেকে ১৫০০ পর্যন্ত ধারণ ক্ষমতার জাহাজের শ্রমিকরা ১২০০ টাকা করে এবং ১৫০১ টনের অধিক ক্ষমতার জাহাজের শ্রমিকরা ১৫০০ টাকা করে মাসিক খোরপোষ পাবেন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পণ্যবাহী  নৌযান শ্রমিকরা জাহাজের ধারণক্ষমতা অনুসারে মাসে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা ‘খোরাকি’ পাবেন। ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে।

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-এর সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভায় জাহাজ মালিকদের মধ্যে ইঞ্জিনিয়ার মাহবুব কবির, কাজি আবদুল করিম, শফিকুল আমিন, মো. ইকবাল হোসেন, নুরুল হক নাজমুল হক এবং শ্রমিক নেতাদের মধ্যে সৈয়দ শাফায়াত হোসেন এবং মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুসারে এক হাজার টন পর্যন্ত ধারণ ক্ষমতার জাহাজের শ্রমিকরা মাসিক এক হাজার টাকা করে, ১০০১ টন থেকে ১৫০০ পর্যন্ত ধারণ ক্ষমতার জাহাজের শ্রমিকরা ১২০০ টাকা করে এবং ১৫০১ টনের অধিক ক্ষমতার জাহাজের শ্রমিকরা ১৫০০ টাকা করে মাসিক খোরপোষ পাবেন।

এই সিদ্ধান্তের পর নৌযান শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

১১ দফা দাবিতে দেশব্যাপী পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

মালিকপক্ষ শ্রমিকদের খোরাকি ভাতা দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠকের পর একথা জানান তিনি।

দাবি-দাওয়া নিয়ে নৌযান মালিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে ছিলেন পণ্যবাহী নৌযানগুলোর শ্রমিকরা।

এর আগে দেশব্যাপী চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের এ ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন বলেন, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে সন্ধ্যা পৌণে ৬টার সময় বৈঠকে বসেন দুই পক্ষ।

নৌযান মালিকদের পক্ষে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন ্ বেং  বিআইডব্লিউটিএ  চেয়ারম্যানও বৈঠকে উপস্থিত ছিলেন।