Home সারাদেশ  ধর্ষকদের শাস্তি দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে

 ধর্ষকদের শাস্তি দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে

 নয়ন দাস

কুড়িগ্রাম:  সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের শাস্তির দাবিতে জেন্ডার বেইজড ভায়োলেন্স ইন ইমারজেন্সি নেটওয়ার্ক মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন নেটওয়ার্কের আহবায়ক সমাজকর্মী সাইদা ইয়াসমিনা, টিআইবি’র কুড়িগ্রাম এরিয়া ম্যানেজার সৌমেন দাস, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এনজিও সংগঠক লুৎফর রহমান, আলেয়া বেগম, আব্দুল মোমিন প্রমুখ।

মানববন্ধনে নেটওয়ার্কের সদস্য সংগঠন আরডিআরএস, এএফএডি, সলিডারিটি, তৃণমুল মহিলা সমিতি, ভিউ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, সিডিডিএফ, জিইউএস, কেপিকেএস, ইউএসএস, সন্ধান, টিআইবিসহ কুড়িগ্রাম প্রেসক্লাবও অংশগ্রহন করে।

এসময় বক্তারা সাভারে তরুণী হত্যা, নোয়াখালির বেগমগঞ্জে নারী ধর্ষন, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী এবং সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণর্ধষন, নারী নির্যাতনের সকল ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।