Home সারাদেশ সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা

সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: চার বছর বয়সী এক শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টার করে তিন দুর্বৃত্ত। রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এই ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে রাত নয়টায় শহরতলীর উপশহর এলাকায়। অভিযোগ করা হচ্ছে বাড়িতে মোবাইলের চার্জ দেয়ার কথা বলে ঢুকে পরে ওই নারীর চারবছরের শিশুকে গলায় চাকু ধরে হুমকি দেয় দুই কিশোর । যারা ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু। পরে ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত কিশোরেরা। এসময় ধস্তাধস্তিতে ওই নারী ও তার সাথে থাকা শিশু আহত হয়। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে এসব অভিযোগ করেন ভুক্তভোগি নারী ও তার পরিবার।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, তিনিসহ পুলিশের উর্দ্বোতন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ওই কিশোরেরা ভুক্তোভুগির ভাইয়ের বন্ধুর সুবাদে প্রায় ওই বাড়িতে যাতায়াত করতো। এখনি কিছু বলা যাচ্ছেনা। ওই কিশোরদের ধরতে পারলে বিস্তারিত জানা যাবে।

অভিযুক্তদের মধ্যে ১৮ বছর বয়সী প্রতিবেশী হাসান আলী এলাকার মৃত আলমগীরের ছেলে। তিনি ভুক্তভোগীর ছোট ভাইয়ের বন্ধু। সেই সুবাদেই মাঝেমধ্যে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মোবাইল চার্জ দেওয়ার নামে ভুক্তভোগীর ঘরের দরজা খোলায়। দরজা খোলা সঙ্গেই ঘরে থাকা চার বছরের শিশুর গলায় ছুরি ধরে  মাকে ধর্ষণ চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অভিযুক্ত ও তার সহযোগীরা।

ভুক্তভোগীর পিতা জানান, বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত এই কাণ্ড ঘটিয়েছে । ভুক্তভোগী ও শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন তিনি।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগীর ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দু’জন জড়িত রয়েছে । তাদের গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হচ্ছে।  দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।