বিজনেসটুডে২৪ ডেস্ক: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পরিচালক সনোজ মিশ্রকে। রবিবার তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই সনোজই মহাকুম্ভের ভাইরাল হওয়া মালাবিক্রেতা মোনালিসা ভোঁসলেকে ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।
২৮ বছর বয়সি তরুণীকে ধর্ষনের অভিযোগ উঠেছে সনোজের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণী জানিয়েছেন, ২০২০ সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে থাকাকালীন টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজের সঙ্গে পরিচয় হয় তাঁর। অভিযুক্ত পরিচালক আত্মহত্যার হুমকি দিয়ে নির্যাতিতা তরুণীকে দেখা করতে বাধ্য করেছিলেন। এরপর ২০২১ সালের ১৮ জুন সনোজ তাঁকে একটি রিসোর্টে নিয়ে যান। তারপর তরুণীকে মাদকজাত দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।
নির্যাতিতা তরুণী আরও জানিয়েছেন, ওই সময় তাঁর কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে নিজের কাছে রেখে দিয়েছিলেন সনোজ। পরবর্তীতে বিয়ে এবং ছবিতে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুম্বইতে ওই তরুণীকে তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেও বাধ্য করেছিলেন বলে অভিযোগ। এই সময় তাঁকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছিল, এমনকি গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সনোজ ওই তরুণীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি পুলিশকে কিছু জানালে তাঁর ব্যক্তিগত ছবি এবং ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দেন ।
ধর্ষণ, নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ৪৫ বছর বয়সি এই পরিচালক বিবাহিত এবং মুম্বইয়ে নিজের পরিবারের সঙ্গে থাকেন বলে জানা গিয়েছে।
এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালনা বেশ চর্চায় এসেছিলেন তিনি। মাসকয়েক আগেই সনোজ জানিয়েছিলেন, ‘মণিপুর ডায়েরি’ নামে একটি ছবি তৈরি করতে চলেছেন তিনি। সেই ছবিতেই তিনি অভিনয়ের সুযোগ দিচ্ছেন মোনালিসাকে। ফেব্রুয়ারি মাস থেকেই নাকি সেই ছবির শুটিং শুরু হয়েছে। তবে এরই মাঝে পরিচালকের গ্রেপ্তারিতে এই ছবির ভবিষ্যৎ যে খানিকটা অনিশ্চিত, তা এখন কার্যতই স্পষ্ট।