Home First Lead হাড়গোড়পাওয়া গেছে ধানমন্ডি ৩২ নম্বরে

হাড়গোড়পাওয়া গেছে ধানমন্ডি ৩২ নম্বরে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ধানমন্ডির ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট  আলামত সংগ্রহ করেছে।

আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে।

গত ৫ ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তার পর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেজমেন্টের পানি রবিবার অপসারণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 সিআইডির ক্রাইম সিন ইউনিট আজ বিভিন্ন আলামত সংগ্রহ করছে সেখান থেকে। সিআইডি ওই এলাকায় পুরোপুরি তদন্ত করবে এবং সম্ভাব্য তথ্য ও প্রমাণ উদ্ধার করবে, যা ভবিষ্যতে এই ঘটনার রহস্য উদঘাটনে সহায়তা করবে।

গত ৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয়। এই বাড়িটি বাংলাদেশের জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ছিল। বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন ছিল, যেখানে বিক্ষুব্ধরা উপস্থিত হয়ে বাড়ির কয়েকটি তলা দেখতে পায়। তাদের মধ্যে দু’তলা পর্যন্ত নামার পর পানি দেখতে পায় এবং পরে অনুমান করা হয় যে, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।