বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দীঘিনালায় কোভিট-১৯ পরিস্থিতিতে দরিদ্র এক কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে উপজেলার ছোট মেরুং এলাকায় কৃষক নুরুল আলম’র ৮০শতক জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।
ধান কাটায় অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া, মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি মোহাম্মদ সুফিয়ান, মেরুং ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
কৃষক নুরুল আলম বলেন, করােনা পরিস্থিতিতে আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহায্যের হাত বাড়িয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। দারিদ্রতায় অর্থ সংকট ও তীব্র রোদে ধান কাটাতে পারছিলাম না। এমন সময় পাশে এসে দাঁড়ালেন তারা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।