বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নগরীর ব্যস্ততম সড়ক স্ট্র্যান্ড রোড। প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত এই পথে। চোখে না দেখলে অনুমানও করা যাবে না কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন পথচারি আর দু’পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। ধুলায় নাস্তানাবুদ মানুষ। কিন্তু দেখার যেন কেউ নেই।
খানাখন্দ আর উন্নয়নের খোঁড়াখুঁড়ির জেরে এমন অবস্থা। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ চলছে ধীরগতিতে। তাতে জনদুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।
ধুলার চাদরে আচ্ছাদিত সমগ্র স্ট্র্যান্ড রোড। কয়েক মিনিটে এখানে গায়ের কাপড়-চোপড় আর মাথার কালো চুল সাদা হয়ে যায়। দরজা-জানালা বন্ধ রেখেও ধুলাবালি থেকে রেহাই মিলছে না।
স্থানীয়রা জানালেন, তাদের অনেকে ভুগছেন শ্বাসকষ্টে। এলাার্জির সমস্যা হয়েছে নিঃশ্বাসের সাথে ধুলাবালি ঢুকে। বললেন, উন্নয়ন ধুলায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাস্তার পাশের খাবার হোটেল এবং দোকানগুলো পড়েছে ধুলোয় ঢাকা।
এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্বাহি বললেন, ‘বাসা থেকে কালো রঙের গাড়িটি নিয়ে বের হই। স্ট্র্যান্ড রোডে যখন নামি তখন দেখি আমার গাড়িটির রং ধুলায় ধূসর।’
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকির। শ্বাসকষ্ট, যক্ষ্মা, হাঁপানি, চোখের সমস্যা, ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি, হাঁচিসহ ফুসফুসে ক্যান্সারের আশংকা তৈরি করে ধুলার দূষণ। বিশেষত বয়স্ক এবং শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
নগরীর অন্যতম ব্যবসা কেন্দ্র স্ট্র্যান্ড রোড। আমদানি করা বিভিন্ন পণ্য বহির্নোঙর থেকে লাইটার জাহাজে নিয়ে এসে খালাস করা হয় এখানকার ১৬ টি ঘাটে। সেখান থেকে নিয়ে মজুদ করা হয় গুদামে। অনেক গুদাম স্ট্র্যান্ড রোড, মাঝিরঘাটে। এখানে রয়েছে লবণ শোধনাগার। হাজার হাজার ট্রাক এখান থেকে মালামাল নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে।