Home First Lead ধ্বংসস্তূপ থেকে আরও দু’টি মরদেহ উদ্ধার

ধ্বংসস্তূপ থেকে আরও দু’টি মরদেহ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা এই খবর নিশ্চিত করলেও সরকারিভাবে নতুন মরদেহ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি।

দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানান, ভিতরে দুটি পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়েছেন তারা। তবে অতিমাত্রায় পুড়ে যাওয়ার কারণে ভালো বোঝা যাচ্ছে না।  অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।

শনিবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ওই কন্টেইনার ডিপোর আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে বলছে সেনাবাহিনী। সেখানে আর এখন ভয়ের কিছু নেই বলে জানাচ্ছেন তারা।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, ডিপোর আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছু কাপড়ের জিনিসপত্র থাকার কারণে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এখন আর কোনো ঝুঁকি আছে বলে মনে হচ্ছে না।

সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসে পুরো জায়গাটি পরীক্ষা করে দেখবে যে, সেখানে আর কোনরকম ঝুঁকি আছে কিনা।