Home Third Lead আপন পাঁচ ভাইসহ ১০ জনের যাবজ্জীবন

আপন পাঁচ ভাইসহ ১০ জনের যাবজ্জীবন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নওগাঁ: বদলগাছীতে উজ্জল হোসেন নামে এক কৃষক হত্যা মামলায় আপন পাঁচ ভাইসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

শাস্তিযোগ্য অপরাধীরা হলেন বজলুর রহমানের ছেলে কামরুজ্জামান, ওয়াহেদ আলী, শামসুজ্জামান, বাবলু, রকেট হোসেন, ডাবলু হোসেন, আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদ, এনামুল হক, এমদাদুল হকের ছেলে মোশাররফ হোসেন, মৃত খাজা নাজিমুদ্দিনের ছেলে বজলুর রহমান ও এমদাদুল হক।

বজলুর রহমানের স্ত্রী কারিমা বেগম, এনামুল হকের স্ত্রী জলি আক্তার ও হাবিবর রহমানের স্ত্রী জীবন নেছাকে সম্পৃক্ততা না থাকায় এ তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

২০১৩ সালে ৯ মে পূর্ব শত্রুতার জেরে দখলে নেওয়ার জন্য দুর্গাপুর গ্রামের কামরুজ্জামান, ওয়াহেদ আলী, সামসুজ্জামান, রকেট, ডাবলু, আব্দুল হামিদ, এনামুল, মোশারফ হোসেন, বজলুর রহমান, এমদাদুল হক, কারিমা বেগম, জলি আক্তার ও জয়পুরহাট জেলার বাঁশকাটা গ্রামের মোছা. জীবন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন।