Home আইন-আদালত অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মহাদেবপুর ( নওগাঁ): অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নওহাটা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

যে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তারা হলো ভাই ভাই ব্রেড অ্যান্ড ফুড ফ্যাক্টরি, নিউ ভাই ভাই ব্রেড অ্যান্ড ফুড ফ্যাক্টরি, মোসার্স শহিদুল ফুড ফ্যাক্টরি এবং খুশি চিড়া ও মুড়ির মিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাদেপুরের ইউএনও ও জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম উপজেলার নওহাটা মোড় এলাকায় অভিযান চালান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি ও বিক্রির অপরাধে ভাই ভাই ব্রেড অ্যান্ড ফুড ফ্যাক্টরির মালিক মো. ইস্রাফিল এবং নিউ ভাই ভাই ব্রেড অ্যান্ড ফুড ফ্যাক্টরির মালিক মোসাদ্দেক হোসেনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মোসার্স শহিদুল ফুড ফ্যাক্টরির মালিক শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা এবং খুশি চিড়া ও মুড়ির মিল মালিক ইনছের আলী মোল্লাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরি ও বিক্রি করতেন বলে জনসম্মুখে স্বীকার করেন ওই কারখানাগুলোর সংশ্লিষ্টরা। ভেজাল সেমাইসহ সেমাই তৈরির সব উপাদান ধ্বংস করা হয়েছে।