Home জাতীয় রিট খারিজ, নগদ-এ  প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

রিট খারিজ, নগদ-এ  প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এ  প্রশাসক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে নগদের পরিচালক শাফায়াত আলমের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। আদালত বলেছেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়।

গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রশাসককে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আরও ছয় কর্মকর্তাকে নগদে নিয়োগ দেওয়া হয়।

রিট আবেদনে নগদের নয় কোটি গ্রাহকের বিরুদ্ধে অপারেশনাল অনিয়মের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সাবেক পরিচালক মুহাম্মদ বদউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

এদিকে, প্রশাসক মুহাম্মদ বদউজ্জামান দিদারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)। ঘটনাকে সুশাসন, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এ ধরনের আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকি। আইন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আইনের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
এবিবি দেশব্যাপী আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে অর্থনীতি ও ব্যাংকিং খাতকে সুসংগঠিত রাখতে সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।