Home First Lead নগরজুড়ে বিপজ্জ্বনক তারের জঞ্জাল: কর্তৃপক্ষ নির্বিকার

নগরজুড়ে বিপজ্জ্বনক তারের জঞ্জাল: কর্তৃপক্ষ নির্বিকার

তারের জঞ্জাল: রিয়াজউদ্দিন বাজার আমতলা এলাকায়। ছবি: জে আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর সব বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জাল। ডিস ও ইন্টারনেটের ব্যবসায়ীরা জবরদখল করে এই জঞ্জাল তৈরি করেছে।

এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে, সেই সঙ্গে পদে পদে বিপদের ঝুঁকি। তা অপসারণে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ নির্বিকার।

ব্যস্ততম সড়ক ছাড়াও অলি-গলির বৈদ্যুতিক খুঁটিও তারের কুণ্ডলীতে ভরা।  ডিস-ইন্টারনেটের তার কোথাও কোথাও নেমে এসেছে মাথার উপর। মালবাহি ট্রাকে চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ৫ মাসে  ১৭টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৈদ্যুতিক খুঁটিতে ভর করা তারের জঞ্জালের কারণে।

সবখানে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলে আছে কেবল টিভি এবং ইন্টারনেটের তার।

আইনে যা বলা আছে:

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৫ নম্বর ধারায় বলা আছে, কোনো সার্ভিস প্রোভাইডারের যদি সংযোগ স্থানান্তরের জন্য সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত স্থাপনা ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেই প্রতিষ্ঠানের থেকে লিখিত অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া কেবল সংযোগের কাজে তারা কারও স্থাপনা ব্যবহার করতে পারবে না। আইনের উপ-ধারা ২৮ (২) অনুসারে, যদি কোনও ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, আমার দোকানের সামনে রাস্তার উপর অসংখ্য ক্যাবল তার ঝুলছে। ডিশের তার , ইন্টারনেট কোম্পানির তার। রাতে যখন আমাদের পণ্যের গাড়ি আসে তখন লরিগুলো প্রবেশ করতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তায় তার ঝুলে থাকে।

পিডিবি ( দক্ষিণাঞ্চল )’র প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বিজনেস টুডে২৪ কে বলেন, বৈদ্যুতিক খুঁটিতে কোনো ডিশ এবং ব্রডব্যান্ড কোম্পানির তার লাগানোর অনুমতি নেই। তাছাড়া, আমাদের বিদ্যুতের লোকেরা ওই সকল লাইন কেটে দিয়ে আসার পরও স্থানীয় ডিশ এবং ইন্টারনেট ব্রডব্রান্ড ব্যবসায়ীরা পুনরায় লাইনগুলো সংযোগ দেয়। যেখানে সেখানে তারের কারণে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

রাজধানীতে  তারের অপসারণ শুরু হয়েছে। কিন্তু চট্টগ্রামে এখনও সংশ্লিষ্ট সবাই নির্বিকার এ বিষয়ে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বিজনেজটুডে২৪ কে বলেন, বহুবছর ধরে নগরীতে ডিশ এবং ইন্টারনেট ব্যবসায়ীরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি) ‘র খুঁটিসমূহ অবৈধভাবে ব্যবহার করছে। সিটি কর্পোরেশন পিডিবির সাথে সমন্বিত বৈঠক করে এ ব্যাপারে ব্যবস্থা নেবে।