Home চট্টগ্রাম নগরজুড়ে ভয়াবহ যানজট

নগরজুড়ে ভয়াবহ যানজট

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সরকার সারাদেশে সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় চট্টগ্রামের নগরজুড়ে মানুষের ঢল নেমেছে। ফলে নগরীর সড়ক, মার্কেট কোথাও তিল ধারনের ঠাঁই নেই। সড়কজুড়ে দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে শ্রমহীন-শ্রমঘন্টা পার করেছে নগরবাসী।

আগামীকাল থেকে লকডাউন শুরু হওয়ার কারণে সকাল থেকে নগরীর সড়ক, মার্কেট, অলিগলি সর্বত্র মানুষের সমারোহ। শুধু কাঁচাবাজার নয়, বিপণী কেন্দ্র গুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভীড়। নগরবাসীর চলাফেরা দেখে যে কারো মনে হতে পারে এটাই মনে হয় তাদের জীবনের শেষ সুযোগ। তাই এই দিনটির সুযোগ নিতে চাইছেন সবাই। ফলে যানবাহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করেছে। যানজটের সুযোগে অটোরিকশা ও রিকশাওয়ালা দ্বিগুণ ভাড়া আদা করছে।

ভয়াবহ যানজট লেগে আছে সর্বত্র। গরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগারপাস, আগ্রাবাদ, জিইসি মোড়, লালখানবাজার এসব এলাকায় গাড়ি যেন হেঁটে হেঁটে যাচ্ছে।

আবার যানবাহন না পেয়ে হাজার হাজার মানুষ সড়ক-ফুটপাতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। ভুক্তভোগীরা বলছেন, এই নাগরিক ভোগান্তির কথা তাদের মনে থাকবে অনেকদিন।

অপরদিকে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার কথা ভাবেননি নগরবাসীর অনেকেই।