বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, আমি কোনভাবেই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের পক্ষে নই, তবে মানুষের চলাচলের পথে কোন প্রতিবন্ধকতা সহ্য করা হবে না।
তিনি আজ মাঝিরঘাট স্ট্যান্ড রোড, নিউমার্কেট মোড়, ষ্টেশনরোড, রেলওয়ে স্টোর, ফলমন্ডি বাজার, চিটাগাং শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় হকার, ফুটপাত, বাজার, রাস্তা, অলস পার্কিং সরেজমিনে পরিদর্শনকালে এ কথা বলেন।
আরো বলেন, অনেক সড়কে নিষেধ সত্বেও হকাররা চৌকি বসিয়ে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী স্থাপনা ও ছাউনী বানিয়ে রেখেছে। রাস্তার যানবাহন ও পথচারী চলাচলের অংশেও তারা ব্যবসা-পাতির পসরা সাজিয়েছেন। ফুটপাতের জায়গায় চলাচলের পথে বড় বড় চৌকি বসিয়েছে- এ আচরণ সহ্যের সীমানা অতিক্রম করেছে। হকারদেরকে আরো স্পষ্ট করে বলেন রাস্তার উপর তাদের নির্মাণ করা স্থাপনা সরিয়ে না ফেললে ওগুলোকে জব্দ করে নিলামে তোলা হবে।
ষ্টেশন রোডের নুপুর মার্কেটের সামনে দৃষ্টিকটু ও শহরের সৌন্দর্যহানিকর পাবলিক টয়লেটটির নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা এবং চসিক প্রদত্ত নকশানুযায়ী কাজ হচ্ছে কিনা তা অফিসে এসে দেখানোর নির্দেশ দেন প্রশাসক।
ফলমন্ডি বাজারের দোকান-পাটের মালিক ও মালামাল বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আবর্জনা যেখানে-সেখানে ফেলতে পারবেন না। এ জন্য প্রতি দোকানকে ৪টি করে পলি ব্যাগ দেয়া হবে। এই ব্যাগে আবর্জনা ভর্তি করে নির্দিষ্ট স্থানে ফেলে আসতে হবে। সেখান থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা গাড়িতে তুলে ত্রিপল দিয়ে ঢেকে ডাম্পারে নিয়ে ফেলবে। প্রশাসক ফল বিক্রেতাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নর্দমায় ময়লা ও পঁচা ফলের ভাগাড় দেখতে পেয়ে তা অপসারনের নির্দেশ দিয়ে বলেন, এহেন কাজের জন্য চসিকের হেলথ্ ইন্সপেক্টর দ্বারা তদারকি ও জরিমানা করা হবে।
প্রশাসকের সাথে দেখা করলেন বিজিএমইএ প্রতিনিধি দল
বিজিএমইএ’ র প্রথম সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল রবিবার সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অন্যদের মধ্যে পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, আব্দুল আজিজ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।