Home First Lead নগরীতে হকার বসবে বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা

নগরীতে হকার বসবে বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা

  • ফুটপাতে হকারদের বেপরোয়া আচরণে জনদুর্ভোগ বেড়েছে: সুজন 

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ফুটপাত দিয়ে পথচারীরা যাতে অবাধে চলাচল করতে পারে  তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিটি কর্পোরেশন। কার্যকর হবে ৪ সেপ্টেম্বর থেকে।

কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত হকাররা বসতে পারবে এবং ফুটপাত বা রাস্তায়  তাদের ব্যবসার জন্য কোন অবকাঠামো থাকতে পারবে না।

সোমবার হকার ও হকার  নেতাদের সাথে বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।

কর্পোরেশনের পুরনো ভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সিটি প্রশাসক বলেন, বর্তমানে নগরীতে রাস্তাঘাট ও ফুটপাতে হকারদের বেপরোয়া আচরণে জনদুর্ভোগ বেড়েছে। ফুটপাত সংকুচিত করে  পথচারী চলাচলের জায়গাটুকু হারাতে বসেছে। আমরা চাই পথচারীরাও স্বাচ্ছন্দে চলুক,হকাররাও নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনা  করুক। হকার উচ্ছেদ নয়-চাই শৃংখলার মধ্যে ব্যবসা পরিচালনা করুক।

৪ সেপ্টেম্বর থেকে নির্দ্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসা করার পর পরিচ্ছন্ন কর্মীরা ময়লা- আর্বজনা অপসারণে দায়িত্ব পালন করবে। অবশ্যই রাস্তার উভয়পাশে ব্যবসা না করে একপাশে বসতে হবে বলে উল্লেখ করেন প্রশাসক।