Home সারাদেশ নড়াইল-ঢাকা সড়কে দু’বাসের সংঘর্ষ

নড়াইল-ঢাকা সড়কে দু’বাসের সংঘর্ষ

সংঘর্ষের পর বাস দুটির এ অবস্থা।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নড়াইল: নড়াইল-ঢাকা সড়কে দুটি বাসের সংঘর্ষ হয়েছে আজ মঙ্গলবার। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছে ৬ যাত্রী।

ঢাকাগামী হানিফ পরিবহন ও যশোরগামী লোকাল বাসের মুখোমুখি এ্রই সংঘর্ষ হয়েছে সকাল ১১ টায়। দুটি বাসে যাত্রী ছিলেন শতাধিক। তবে, তারা প্রাণে বেঁচে গেছেন  শতাধিক যাত্রীরা প্রানে বেচে গেলেও আহত হয়েছেন ৬ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়ীটি সরাসরি আঘাত করে। আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী ছিলেন। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ লোকাল বাসটি রেকার দিয়ে তুলামপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।

হানিফ পরিবহনটিও জব্দ করেছে পুলিশ।
হাইওয়ে থানাসূত্রে জানা গেছে, হানিফ পরিবহনটির অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসটির  সংঘর্ষ হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত এবং অন্যজন পলাতক রয়েছেন