বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এ লঘু অপরাধে গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইন বিনিয়োগকারীদের ধ্বংস করার ষড়যন্ত্র।
মঙ্গলবার ( ৮ ডিসেম্বর ) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, নতুন আইনটির বেশ কিছু ধারা, উপধারা বঙ্গোপসাগরে মৎস্য আহরণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বলেন, এই আইন সংশোধন করতে হবে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে। তার আগে পর্যন্ত আইনটি স্থগিত রাখতে হবে।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক তাজউদ্দিন নজু এবং যুগ্ম সম্পাদক মো. নুরুন্নবী প্রমুখ।