বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বন্দরটিলা কাঁচাবাজার, স্টিল মিল বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বন্দরটিলা বাজারে সবজি কিনতে আসা মো. সাত্তার হাওলাদার বলেন, গত সপ্তাহের মতো বাজারে সবজির দর অপরিবর্তিত রয়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৫ টাকায়। ৫ কেজি ৭০ টাকা। কয়েক মাস আগে যে কাঁচামরিচে হাত দেওয়া যেতো না এখন তা ৫০ টাকা থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। একই বাজারের সবজি বিক্রেতা মো. আল-আমিন বলেন, মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা, শিম ২৫-৩০ টাকা, শিমের বিচি ৬০-৭০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ১৫-২০ টাকা, গাজর ২০-২৫ টাকা, টমেটো ২০-২৫ টাকা, বেগুন ২০-২৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, লাউ ১৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচা পেঁপে ২৫-৩০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ১২০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১১০ টাকা, কাতাল ১৮০ থেকে ২৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ৯০-১০০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, ইলিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।