বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে বিভিন্ন ব্যাংকের বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের স্বাভাবিক নজরদারি যা রয়েছে তা-ই। নতুন কোন হস্তক্ষেপ নেই। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কড়া হস্তক্ষেপের গুজব কয়েকদিন ধরে বিরাজ করছে। তার জেরে আতঙ্ক তৈরি হয়েছে বিনিয়োগকারিদের মধ্যে। হাতে থাকা শেয়ার তারা বিক্রি করে দিচ্ছেন। আর এই বিক্রির চাপে দর পতন হয়েছে। সোমবার বড় ধরনের পতন হয়েছে বাজারে। ৮৭ শতাংশ শেয়ারের দর কমে গেছে। সাড়ে ৩ মাসের মধ্যে তা সর্বোচ্চ দরপতন।
ব্যাপক দরপতন প্রসঙ্গে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সাফ জানালেন যে কে বা কারা গুজব ছড়িয়েছে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রম নিয়ে হস্তক্ষেপ করছে। আদতে এমন কিছুই হয়নি। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারাই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএসইসি কর্তৃক নয় কোম্পানির তদন্তের বিষয়টি বেশ আগের। তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি এখনও। তারপরও স্বার্থন্বেষী মহল গুজব ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের স্বাভাবিক নজরদারি কার্যক্রম চলছে।
পুঁজিবাজারে তারল্য বাড়ানো নিয়ে আজ মঙ্গলবার শীর্ষ ব্রোকারেজ হাউজ ও কয়েকটি মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বিএসইসির বৈঠক রয়েছে। বৈঠকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করতে পারে কি-না, পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল থেকে প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা যায় কি-না, এসব বিষয়ে আলোচনা হবে।