বিজনেসটুডে২৪ ডেস্ক
অবশেষে বদলে গেল এতদিনের চেনা নাম। ফেসবুকের নাম আর ফেসবুক রইল না। বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। জানালেন, ফেসবুকের নতুন নামকরণ হল ‘মেটা’। এই নামের সঙ্গে সঙ্গে বদলে যাবে লোগোটিও।
ফেসবুকের নাম যে বদল হতে পারে, এ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আলোচনা চলছিল। তবে সেই নাম কী হতে পারে, তা কারও আন্দাজ ছিল না। শোনা যাচ্ছিল, জুকারবার্গ তাঁর সংস্থার পরিধি আরও বড় করার কথা ভাবছেন। ইন্টারনেট দুনিয়ার আওতা থেকে বেরিয়ে আরও বড় করে কিছু করার কথা ভাবছেন। তবে নতুন নাম কী, তা নিয়ে তিনি কী ভাবছেন তা কেউ আঁচ করতে পারেনি। শেষমেশ ‘মেটাভার্স’ নামেই আত্মপ্রকাশ করল ফেসবুক।
শুধু নতুন নামে নয়, নতুন চেহারাতেও আসছে ফেসবুক। ঠিক কী হবে তা প্রকাশ না করলেও, জুকারবার্গ বলেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এ বার সেই সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।”
ফেসবুকের নামকরণ ১৭ বছর আগে। হার্ভার্ড কলেজের পড়ুয়ারা এই নাম দিয়েছিল। সেই নাম এ বার বদলাল। আসলে ফেসবুক যে শুধু একটি নেটমাধ্যম সংস্থা নয়, তা বোঝাতেই এই নামবদল বলে মনে করছেন অনেকে। নতুন ফেসবুক, থুড়ি, মেটাভার্স যে আরও চিত্তাকর্ষক হবে, তেমনটাও মনে করছেন অনেকে। তবে শোনা গেছে, পুরোনো ফেসবুক অ্যাপটিও থাকবে আগের মতোই।