Home আন্তর্জাতিক নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা রাজাপক্ষের

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা রাজাপক্ষের

গোতাবায়া রাজাপক্ষে

বিজনেসটুডে২৪ ডেস্ক

এই সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ করবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেন তিনি। রাষ্ট্রপতি তাঁর বিবৃতিতে বলেন, “সংবিধানের ১৯ তম সংশোধনীর বিষয়বস্তু কার্যকর করার জন্য সংবিধান সংশোধন করা হবে, সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়া হবে। নতুন সরকারের প্রধানমন্ত্রীকে একটি নতুন কর্মসূচি তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে।”

জরুরি ভিত্তিতে নতুন সরকার নিয়োগ না করা হলে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়বে । জানা গেছে, চলতি সপ্তাহেই শ্রীলঙ্কায় তৈরি হতে চলেছে নতুন মন্ত্রিসভা। তবে রাজাপক্ষে পরিবারের কেউই থাকবেন না সেখানে। প্রেসিডেন্ট রাজাপক্ষে জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকেই ঠিক হয়েছে তরুণ প্রজন্মের নেতাদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

অর্থনৈতিক সঙ্কট নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছে মাহিন্দা রাজাপক্ষে। তার পর থেকেই দেশের পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে। রাজধানী কলম্বোয় হিংসা দমনে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। রাস্তায় রাস্তায় সেনার টহল চলছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া গাড়িও। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে মঙ্গলবার ভোরেই ত্রিঙ্কোমালিতে নৌসেনাঘাঁটিতে সপরিবার আশ্রয় নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনা শাসন। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এদিকে নেতামন্ত্রীদের বাড়ি ঘিরে ধরে ভাঙচুর, অগ্নিসংযোগ করছে বিক্ষোবকারীরা। বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। হিংসায় উস্কানি এবং সোমবার সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যুতে রাজপক্ষকে গ্রেফাতরের দাবি তুলেছেন বিরোধী দলের নেতারা।