Home নির্বাচন নদীতে স্বতন্ত্র প্রার্থীর লাশ

নদীতে স্বতন্ত্র প্রার্থীর লাশ

ঝিনাইদহ: শৈলকুপা পৌর সভার নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে হামলায় কাউন্সিলর প্রার্থীর ভাই বল্টু হোসেন নিহতের ৫ ঘণ্টা পর স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি নদীর ভেতরে দাঁড়ানো অবস্থায় ছিল। কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার রাত ৯টায় কিবিরপুর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন ওরফে বল্টু (৫০) ছুরিকাঘাতে নিহত হন। পরে রাত ২টার দিকে বারইপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমার নদীতে পাওয়া যায় একই ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মৃতদেহ।

সিনিয়র পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিয়াকত হোসেন বল্টু হত্যার ৫ ঘণ্টা পর শৈলকুপা উপজেলার কুমার নদীতে পুঁতে রাখা আলমগীর খানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু বুধবার রাতে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়াতে প্রচারণা চালাতে যান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবী মার্কার আলমগীর হোসেন বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৬ জন আহত হন।

হামলার পর গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

-বিজনেসটুে২৪ ডেস্ক