Home কৃষি নবাবগঞ্জে আলু চাষিদের কপালে ভাঁজ

নবাবগঞ্জে আলু চাষিদের কপালে ভাঁজ

জলমগ্ন আলুক্ষেত নবাবগঞ্জে
সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: নবাবগঞ্জে শুক্রবার দিনভর বৃষ্টিতে এ সময়ের অন্যতম ফসল আলু ক্ষেতে পানি জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আর মাত্র কয়েকদিন গেলেই আলু তোলা শুরু হতো, এমন সময়ে বৃষ্টিপাত হল। আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ২/৪ দিন থাকে, তা হলে আলু পচে যেতে পারে।
 ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম দুশ্চিন্তায় আলু চাষিরা। সকালে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৭.২ মিলিমিটার।
সরেজমিনে দেখা যায় আলুর ক্ষেতগুলোতে পানি জমেছে। ফলে পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কামারপাড়ার আলুচাষি শাহাবুল বলেন, আমি এবার ৮ বিঘা জমিতে আলু আবাদ করেছি। রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সব আলু পচে যাবে। আমার এবার ফকির হওয়া ছাড়া উপায় নেই।
আলুচাষি মোস্তাকিম জানান, হঠাৎ বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমেছে। পানি সরানোর চেষ্টা চলছে। পুনরায় বৃষ্টি হলে পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে আলুর। টানা ২-৩ দিন রোদ দেখা মিললে হয়তো কিছুটা রক্ষা পেতে পারে।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নবাবগঞ্জে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। এতে ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। বিশেষ করে উপজেলার আলু ক্ষেতগুলোতে পানি জমে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।
দিনাজপুর আবহাওয়া অধিদফতর সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। রাত থেকে দিনাজপুরসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে সকাল ৬টা পর্যন্ত    বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.২ মিলিমিটার।   গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে আরও কয়েক দিন।