Home সারাদেশ নবাবগঞ্জে নিয়ন্ত্রণহারা মোটর সাইকেল চালক নিহত

নবাবগঞ্জে নিয়ন্ত্রণহারা মোটর সাইকেল চালক নিহত

সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে:বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জালালগঞ্জ ( ভাউজের মোড়) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছে। তার নাম ইব্রাহিম খলিল(২৮)। তিনি  নবাবগঞ্জ বড় মাগুরা গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান  মৃত ইব্রাহিম  নবাবগঞ্জ বাজার হইতে কাঁচদহ রোডে  মোটরসাইকেল যোগে সে আরো দুই জন আরোহী নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় জালালগঞ্জ (ভাউজের মোড়) নামক বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিন চালিত ট্রলিতে ।
এতে  ইব্রাহিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মোটরসাইকেলের আরোহী বাকি দুইজন সুস্থ আছেন। তারা হলেন মোঃ সাজেদুর রহমান(৩৫) পিতা গোলাম মোস্তফা এবং মোঃ আরিফুর রহমান(৪৮) পিতা মৃত গোলাম মোস্তফা।  তাদের সকলের বাড়ী বড় মাগুরা।
 নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।