Home সারাদেশ নবাবগঞ্জে ১২ মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’

নবাবগঞ্জে ১২ মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’

নবাবগঞ্জে বীর নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন
সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে:  নবাবগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার শওগুন খোলা গ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ণাধীন বীর নিবাস এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার রহমান, ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ এখলাছুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. দবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলার ১২ জন মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি হচ্ছে।  প্রতিটিতে ১৩ লাখ ৪১হাজার টাকা ব্যয় হবে।