Home First Lead নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি আটক

নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি আটক

বিজনেসটুডে২৪ ডেস্ক

নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্ত থেকে ৬৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায়।

তারা একটি ট্রাকে ছিলেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে নিয়মিত টহলের সময় পুলিশ ট্রাকটি চ্যালেঞ্জ করলে ড্রাইভার পালিয়ে যায়। সেখানে থাকা আরোহীদের বাংলাদেশি বলে সনাক্ত করা হযেছে।

পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে উল্লেখ করেছে যে আটক ৬৪জনকে গেভিয়ালিয়া সীমান্ত শহরে রাখা হয়েছে। সবাইকে গ্রীসে ফেরত পাঠানো হবে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। তা বন্ধ হয়ে গেছে  ২০১৫ সালে। নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে করোনা মহামারীর কারণে বন্ধ । তারপরও বন্ধ নেই মানবপাচার।