Home Third Lead নাইটক্লাবের ছাদ ভেঙ্গে ৭৯ জনের মৃত্যু

নাইটক্লাবের ছাদ ভেঙ্গে ৭৯ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: নাইট ক্লাবের ছাদ ভেঙে মৃত্যু হল অন্তত ৭৯ জনের। মঙ্গলবার রাতে ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে একজন জনপ্রিয় গায়ক, প্রাদেশিক গভর্নর এবং দুই প্রাক্তন বেসবল খেলোয়াড় রয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গেছে, ছাদের পুরো অংশ ভেঙে পড়েছে। দেখে মনে হচ্ছে, মাঝ বরাবর যেন বড় গর্ত তৈরি হয়েছে। পুলিশ, দমকলের পাশাপাশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসেছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কিনা, সেটা দেখা হচ্ছে।

ডোমিনিকান রিপাবলিকের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের মতে, দুর্ঘটনার সময় ক্লাবের ভেতরে ঠিক কতজন লোক ছিল, তা স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২:৪৪ মিনিটে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তখন ক্লাবে ৫০০ থেকে ১,০০০ লোক ছিল।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। যেখানে দেখা যাচ্ছে, গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ছাদ। তারপরই সব অন্ধকার হয়ে যায়। সরকারের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।