বিজনেসটুডে২৪ ডেস্ক
আশি-নব্বইয়ের দশকের বলিউডের বহু দাপুটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol)। প্রায় তিনদশক ধরে এই অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য কায়েম করে রেখেছেন।
পর্দায় তিনি এখনও তাঁর অভিনয়ের জাদু দিয়ে মুগ্ধ করে রেখেছেন আসমুদ্র হিমাচল। বলিউডে শাহরুখ (Shahrukh Khan)-কাজল জুটি এককথায় এভারগ্রিন! তাঁরা একসঙ্গে একাধিক হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন। কিন্তু অভিনয়ের দক্ষতার সঙ্গে সঙ্গে এই আটচল্লিশ বছর বয়সেও কাজলের চেহারার জেল্লা হার মানায় বলিউডের উঠতি অভিনেত্রীদেরকেও।
খুব অল্প বয়সেই তিনি বলিউডের আর এক সুপারস্টার অজয় দেবগনকে (Ajay Devgn) ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তাঁদের দুই সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে! কিন্তু আপনাদের হয়তো জানা নেই, রূপ ও সৌন্দর্য্যের দিক দিয়ে মাকেও হার মানায় অজয়-কাজল কন্যা নাইসা দেবগন (Nysa Devgn)। বলা ভাল, রূপে লক্ষী গুনে সরস্বতী তিনি। চলতি বছরেই ১৯ বছরে পা রেখেছেন নাইসা। যদিও নাইসা দেখতে খানিকটা তাঁর মায়ের মতই। তাঁকে দেখে মনে হবে, বছর কুড়ির কাজল। সম্পূর্ন মায়ের আদলেই গঠিত নায়েশার মুখমন্ডলী।
কাজলের মতই তাঁর চোখ, জোড়া ভ্রু এবং আদব-কায়দা। যদিও শোবিজ দুনিয়ায় এখনও পা রাখেননি নায়েশা। আগে তিনি অতটা নেটস্যাভি-ও না হলেও এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তোলেন তিনি একাধিক অবতারে ধরা দিয়ে। নাইসার ভিন্ন ভিন্ন লুক, নেটিজেনদের মন কাড়ে। এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় পড়াশোনা করছেন। তবে অজয় বরাবরই ছেলে-মেয়েকে নিয়ে প্রোটেক্টিভ।
তিনি তাঁর ছেলে-মেয়েদের ছবি নেটমাধ্যমে প্রকাশ করা একেবারেই পছন্দ করেননা। আসলে স্টার কিড হওয়ার জন্য তারকারা সব সময় লাইমলাইট থেকে আলাদাই রাখার চেষ্টা করেন তাঁদের সন্তানদের।