মহিলা বিশ্বকাপ (World Cup) ফুটবলের ম্যাচ হিজাব পরে মাঠে নামলেন মরক্কোর ডিফেন্ডার নাওহিলা বেনজিনা । এমন ঘটনায় আন্তর্জাতিক ফুটবলে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।
অ্যাডিলেডের মাঠে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। এই খেলায় দেখা যায় বেনজিনা হিজাব পরেই মাঠে নেমেছেন। তাঁকে এমন অবস্থায় দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। মুসলিম এই কন্যা ফিফার কাছে আবেদন করেন যাতে তিনি এই পোষাক পরতে পারেন।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে ফিফা কংগ্রেসে হিজাব পরে খেলতে পারবে না কোনও ফুটবলার, এমন একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরে মুসলিম দেশগুলি ফিফার কাছে আবেদন জানায় যাতে তারা আন্তর্জাতিক মাঠে এগুলি পরে খেলতে পারে। সৌদি দেশগুলো এই নিয়ে সম্মিলিতভাবে আবেদন জানিয়েছিল।
ফিফার শীর্ষ কর্তা জেরোমো ভালকে জানান বেনজিনা আবেদন আমরা গ্রহণ করেছি। তারপরেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে এসেছি। তবে এও ঠিক যে খেলার সময় এমন কোনও আবেগ দেখানো যাবে না যেটি ফুটবলের বিরুদ্ধে যেতে পারে।
এর আগে হিজাব পরে ফুটবল ও ক্রিকেট মাঠে কোনও খেলোয়াড় মাঠে নামেননি। সেদিক থেকে মরক্কোর এই ২৭ বছরের নামী ডিফেন্ডার বেনজির দৃষ্টান্ত দেখালেন বিশ্ব মঞ্চে।