বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বিলোনিয়া (ত্রিপুরা),ভারত
ভারত সরকারের গৃহীত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আচ এইবার ত্রিপুরায়।
রবিবার, রাজধানী আগরতলার মাতঙ্গিনী হাজরা সভাগৃহে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর
বিরোধী গণকনভেনশনের খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যজুড়ে সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আগরতলায় বিশাল মিছিল করা হবে। রাজ্যজুড়ে বাড়ি বাড়ি প্রচার করা হবে । এক লক্ষ প্রচারপত্র বিলি করে সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচার করা হবে। এনপিআর-এর আপত্তিজনক প্রশ্নের উত্তর দেওয়া হবেনা।
এইদিন দুপুরে রবীন্দ্র ভবন সম্মুখ থেকে জাতীয় পতাকা সজ্জিত মিছিল ওরিয়েন্ট চৌমুহনী, কামান চৌমুহনী , মোটর স্ট্যান্ড হয়ে পূর্ব থানার সামনে এলে একজন পুলিশ অফিসার ও মহিলা কনস্টেবল দৌড়ে এসে মিছিলের পথ আটকায়। আন্দোলনকারীরা প্রতিবাদ করলে শুরু হয় বচসা। আন্দোলনকারীরা জানায়, মিছিলের অনুমতি চেয়ে ১৫ দিন আগে জমা দেওয়া হয় আবেদন পত্র। যদিও কোন উত্তর দেয়নি আধিকারিকরা।
মিছিলকারীদের প্রতিবাদে পুলিশ রাস্তা ছাড়তে বাধ্য হয়।
ত্রিপুরা মানবাধিকার সংগঠনের সম্পাদক বিশিষ্ট আইনজীবি পুরুষোত্তম রায়বর্ম জানান, শান্তিপূর্ণভাবে মিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। ত্রিপুরাতেও পুলিশ মিছিলের অধিকার নিয়ন্ত্রিত করতে চাইছে ।
গণ কনভেনশন থেকে ত্রিপুরা নাগরিক অধিকার মঞ্চ গঠন করা হয়েছে। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে তৈরি এই মঞ্চের ডাকে ত্রিপুরা জুড়ে সিএএ, এনআরসি ও এনপিআর-
ভারতবর্ষের দিকে তাক করা তিনটি বুলেটের বিরুদ্ধে আগামী দিনে ব্যাপক গণআন্দোলন গড়ার সংকল্প ও শপথ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।