Home সারাদেশ নাচোলে প্রথমদিনে স্মার্টকার্ড পেলেন ১০০ জন

নাচোলে প্রথমদিনে স্মার্টকার্ড পেলেন ১০০ জন

নাচোলে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ থেকে: নাচোল উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার একশ’ জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ্আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি ।
উপস্থিত ছিলেন ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগন, ইউপি সদস্য, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচন অফিসার জানান, আজ উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ১০০জনের  মাঝে কার্ড বিতরণ করা হলো।  ১২ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান।