Home First Lead সিটি নির্বাচন:ভোটারদের দ্বারে দ্বারে রেজাউল ও শাহাদাত

সিটি নির্বাচন:ভোটারদের দ্বারে দ্বারে রেজাউল ও শাহাদাত



তাপস প্রান্ত

চট্টগ্রাম:
দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে সিটি নির্বাচন। ঘুম নেই প্রার্থীদের চোখে। জয়ী হতে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে গিয়ে মন-জয় করার চেষ্টা চালাচ্ছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন।

দুই প্রার্থীর প্রতিশ্রুতি ও নির্বাচন নিয়ে আলাপ আলোচনা চলছে হাটেবাজারে ও চায়ের দোকানে। ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটাররা চান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা জয়ী হয়ে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবে। এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান, যিনি সবকিছুর উর্ধে থেকে জনকল্যাণে কাজ করবে।

এদিকে শহর জুড়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অগ্রিম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা প্রচারণাও চালাচ্ছেন। একজন উত্তরে গেলে আরেক জন দক্ষিণে প্রচারণায় ব্যস্ত। এ সময় যানজটেরও সৃষ্টি হয়। তবু সিটি ভোট বলে কথা। পছন্দের প্রার্থীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত অনুসারি থেকে ভক্তরা। সকলের সাথে মোলাকাত করতে না পারলেও হাত নাড়িয়ে পরিচিতি জানান দিচ্ছেন। সহযোগীরা নগরবাসীর হাতে তুলে দিচ্ছেন হ্যান্ডবিল।  

মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী আধুনিক চট্টগ্রাম গড়ার অঙ্গিকারসহ চলমান বাকি কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যদিকে বিজয় ছিনিয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ‘ধানের শীষ’ প্রার্থী  ডা. শাহাদাত হোসেন। বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি বিগত সময়ে নানা বঞ্চনার কথা তুলে ধরে ভোট চাচ্ছেন।
সাধারণ ভোটার দের সাথে কথা বলে জানাযায়, অনেকে এখনো সিদ্ধান্ত নেননি ভোট দিতে যাবেন কিনা। আবার অনেকে এখনো ভোট চাইতে আসেনি। অনেকে বলছেন করোনাকালীন অনেক প্রার্থী তাদের খবর রাখেনি, তারা এখন আসছে ভোট চাইতে ।

৩৯ নং ওয়ার্ডের ভোটার নাজমুল হোসেন বলেন, পোস্টারের বিষয় বিবেচনা করলে আওয়ামী লীগের দখলে আছে। বিএনপি পোস্টার তেমন চোখে পড়েনি, নাকি লাগাতে পারেনি, সেটা স্পষ্ট না। তবে অনেক জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলার কথা শোনা যাচ্ছে।আর ভোট দিতে যেতে পারব কি না, সেই শঙ্কা আমাদের মধ্যে রয়েছে।