Home সারাদেশ নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষে খুন

নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষে খুন


ময়মনসিংহ থেকে তাপস কর: নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জের সংঘর্ষে প্রাণ গেল এক কৃষকের।

রক্তক্ষয়ী এই সংঘর্ষে প্রতিপক্ষের দায়ের কোপে সুমন আকন্দ (২৮) নামে এক যুবক খুন হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত সুমন উপজেলার উত্তর রসুল গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার উত্তর রসুলপুর গ্রামের আব্দুল আজিজের সাথে একই গ্রামের মাসুদ আকন্দের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজিজ ও মাসুদ সম্পর্কে চাচা-ভাতিজা হয়। বুধবার সকাল ১১টার দিকে মাসুদ বিরোধের জমিতে ধানের চারা রোপন করতে যায়। এসময় তাদের প্রতিপক্ষ আব্দুল আজিজের পুত্র সুমন বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১২টার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সময় সুমনকে ধারালো দা দিয়ে কোপালে সে গুরুতর আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।