Home চট্টগ্রাম দূষণে বিপর্যস্ত কর্ণফুলী 

দূষণে বিপর্যস্ত কর্ণফুলী 

কর্ণফুলী থেকে তোলা। ছবি: আজীম অনন

বিজনেসটুডে২৪ ডেস্ক: নদী ভরাট হওয়ায় শাহ আমানত সেতুর মাঝ পিলারে পাশে অঘোষিত একটি যাত্রী পারপাপর ঘাট তৈরি করেছে স্থানীয়রা।

জোয়ার ভাটার সময় লিংক রোড অর্থ কিলোমিটার নদীর অংশে পায়ে হেটে যাত্রীরা ব্রিজের নিচে এসে ঘাট থেকে সাম্পানে উঠে।

রাজাখালী খালের মুখে কর্ণফুলী নদীে প্রস্থে ৮৯৮ মিটার,বাস্তবে ৪১৬ মিটার,চাক্তাই খালের মুখে এসে বিএসসিট ও এডিপি মাস্টার প্ল্যান অনুযায়ী নদীর প্রস্থ ৯৩৮ মিটার, বাস্তবে ৪৩৬ মিটার রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশ নির্মিত মেরিনার্স পার্ক এলাকায় কর্ণফুলীর প্রস্থ ৯৮১ সিটার। খনন করার পর বর্তমানে নদী আছে ৭৫০ মিটার।