Home খেলাধুলা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে মেয়েদের যেকোনো পর্যায়ের ক্রিকেটে লাল সবুজের দলের এটা প্রথম জয়।

ম্যাচটাও হয়েছে রুদ্ধশ্বাস এক ম্যাচ, শেষমেশ খেলা গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। ইংল্যান্ড শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১১৩ রান। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ১০ উইকেট খুইয়ে করে সমান ১১৩ রান।

মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। শেষ বলে দলের দরকার ছিল ১ রান, হাতে ছিল একটি উইকেট। তবে নিশিতা আক্তার সে রানটা নিতে গিয়ে রান আউট হন। যার ফলে দুই দলই ইনিংস শেষ করে ১১৩ রান দিয়ে। খেলা গড়ায় সুপার ওভারে।

সে লড়াইয়ে বাংলাদেশ আগে ব্যাট করে। ওভারটা করেন কোটিন কোলম্যান। ১১ রান তোলে বাংলাদেশ। ৩ বলে একটি ছক্কার সাহায্যে তিনি করেন ৮ রান। তাতে ভর করে বাংলাদেশ পায় বড় পুঁজি।

সুপার ওভারে পেসার হাবিবা আক্তারের হাতে যায় বল। তিনি শুরুর পাঁচ বলে দেন মোটে ৭ রান। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল ইংলিশদের। তবে শেষ বলে দলটা তুলতে পারে মোটে ২ রান। ফলে বাংলাদেশ পায় ২ রানের রুদ্ধশ্বাস এক জয়।

কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৩ রান তোলে ইংল্যান্ড। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে সমান রানে থামে বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভাগাভাগি করল মেয়েরাশ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভাগাভাগি করল মেয়েরা
সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। তিন বলে এক ছক্কার সাহায্যে ৮ রান করেন সাদিয়া আক্তার। লক্ষ্য তাড়ায় হাবিবার করা ওভারটি থেকে ৯ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। যেখানে সুমাইয়া আক্তারদের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।