Home চট্টগ্রাম নারী দিবস-২০২২ উদযাপন চট্টগ্রাম বন্দরে

নারী দিবস-২০২২ উদযাপন চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম: ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০২২ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বেলুন ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি ।

বিশেষ অতিথি ছিলেন সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে চবক বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, চবক কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ, কর্মজীবি মহিলা ফোরাম নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়  রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, সমাজ তথা রাষ্ট্র বির্নিমাণে নারীরাই অগ্রগামী ভূমিকা রাখছেন। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা দেশের সকল স্তরে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নারীরা আজ অবহেলিত নয়, নারী দিবস-২০২২ এর প্রতিপাদ্যকে সামনে রেখে টেকশই উন্নয়নে নারীরা এগিয়ে চলেছে স্বমহিমায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্রযাত্রায় চট্টগ্রাম বন্দরে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অপরসীম। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নারীদের আরো এগিয়ে আসার আহবান জানান।