Home খেলাধুলা নারী ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন আরব আমিরাত

নারী ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন আরব আমিরাত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের নারী ফুটবলাররা  আগামী ২৮ ফেব্রুয়ারি ফিফা উইনডোতে প্রথম ম্যাচ খেলবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আরব আমিরাতের বিপক্ষে তারা এই ম্যাচ খেলবে।

আরব আমিরাতের বিপক্ষে ফিফা উইনডোতে দ্বিতীয় ম্যাচটি হবে ২ মার্চ। দ্বিতীয় ম্যাচটি ফিফার ম্যাচ হবে না। উইনডো পেয়েছে একটাই। বাংলাদেশ থেকে সাবিনা খাতুনরা আরব আমিরাতে যাবেন আগামী ২৪ ফেব্রুয়ারি। তারা এখন ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছেন। দেশি কোচিং স্টাফ সাবিনাদের তালিম দিচ্ছেন। ইংলিশ কোচ পিটার বাটলার ঢাকায় এলে তিনি দায়িত্ব পালন করবেন।

গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ফুটবল দল এখনো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেনি। ফেব্রুয়ারি ম্যাচ খেলার পরিকল্পনা করলেও অবশেষে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই হবে।

নারী ফুটবল দল এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে খেলবে। তার আগে প্রস্তুতির জন্য ফিফা প্রীতি ম্যাচে খেলবে। বাংলাদেশের মূল টার্গেট হচ্ছে আগামী বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয় করা। এজন্য ইংলিশ কোচ পিটার বাটলারকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।