Home আন্তর্জাতিক নাসার গবেষণায় আরব তরুণী

নাসার গবেষণায় আরব তরুণী

নোরা অল-মাত্রুশি

রিয়াদ: সমাজের সীমাবন্ধতার গণ্ডি পেরিয়ে এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন কোনও আরব তরুণী। বছর ২৭-এর তরুণী নোরা অল-মাত্রুশিকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা। তাঁর পাশাপাশি এবছর নাসা-য় প্রশিক্ষণ নেবেন সেদেশের মহম্মদ আল-মুল্লা।

দুবাইয়ের মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টারের তরফে জানানো হয়েছে, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিকেল পরীক্ষার পরে তাঁকে বেছে নেওয়া হয়েছে।

চলতি বছর থেকেই মহাকাশ গবেষণায় আরব আমিরাতের নতুন যুগের সূচনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহের কক্ষপথ ছুঁয়ে আসে সেদেশের মহাকাশযান। ২০২৪ সালে চাঁদে রোভারের মতো যান পাঠাতে চায় তারা। প্রসঙ্গত, ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরাতের প্রথম মহাকাশচারী।