বিজনেসটুডে২৪ ডেস্ক
গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিকতোওয়াগায় বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি কলেজছাত্র রওনাক হাসান রাতিন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) বিকেলে বাফেলোর কাছে চিকতোওয়াগায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, পুলিশকে ফোন করে নিজেকে হত্যাকারী বলে জানিয়েছেন। তবে, তার বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।
চিকতোওয়াগা পুলিশ জানায়, ওইদিন বিকাল ৫টার ঠিক আগে সিডার রোডে একজন ব্যক্তিকে গুলির খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ পৌঁছানোর পর মো. রওনাক রাতিনকে (২০) গুরুতর আহত অবস্থায় পাওয়া পায়। রাতিনকে অ্যাম্বুলেন্সে করে ইসিএমসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাতিনের পরিবারের সদস্যরা বলেছেন, পার্কিং নিয়ে মতবিরোধের কারণে প্রাথমিক বিরোধ শুরু হয়েছিল। রাতিন একটি খালি লটের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিল। এ নিয়ে তার সঙ্গে আশপাশে বসবাসকারী একজনের সঙ্গে তর্ক হয়।
রাতিন বাবা-মায়ের সাথে কয়েক বছর ধরে চিকতোওয়াগায় শহরে চলে যায়। দুই ভাই ও এক বোনের মধ্যে রাতিন দ্বিতীয়। সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাতিনের জন্ম নিউ ইয়র্ক সিটির জামাইকায়। তার বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। তারা ২১ বছর নিউ ইয়র্কে বসবাস করার পর কয়েক বছর অগে বাফেলো চলে যান।
রাতিনের নামাজে জানাজা সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। গত মঙ্গলবার তার মরদেহ বাফেলো হারলেম মুসলিম কবরস্থানে দাফন করা হয়।